এখন একটাই কথা -করোনা ভাইরাস। আজ ছবিতে দেখে নেবো কতটা প্রভাব তার এই পৃথিবী জুড়ে। সঙ্গে নিয়ে এসেছি কিছু ছবি- অবশ্যই সংগ্রহ করা। পৃথিবী জুড়ে ছড়িয়ে পরতে শুরু করেছে করোনাভাইরাস। একের পর এক দেশ আক্রান্ত হচ্ছে । বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যে কোভিড-১৯ কে প্যানডেমিক ঘোষণা করে দিয়েছে। আতঙ্কিত মানুষজন । সব দেশের সরকার করোনাভাইরাসকে আটকাতে উঠে পরে লেগেছে। আক্রান্ত দেশগুলো নিজেদের বিচ্ছিন্ন করেছে সবার থেকে । বিমানবন্দরগুলোতে হচ্ছে যাত্রী-পরীক্ষা। সরকার হাসপাতালগুলিতে চিকিৎসার বিশেষ ব্যবস্থা রেখেছে। আক্রান্ত ব্যক্তিদের কোয়ারেন্টাইনে রাখার জন্য হয়েছে বিশেষ ব্যবস্থা। সরকার এই অতিমারীকে আটকাতে সব ধরণের সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে। ধরণের গণ জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। জনসাধারণকে নিজের নিজের বাড়িতে থাকতে বলা হচ্ছে। স্কুল, কলেজ, অফিস, সিনেমা , থিয়েটার প্রভৃতি বন্ধ করে দেবার নির্দেশ দেওয়া হয়েছে । কিভাবে ছড়ালো এই ভাইরাস, কি কি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া উচিত এসবই আমরা জেনে নিচ্ছি সোশ্যাল মিডিয়া থেকে। আজকে দেখবো এমন কিছু ছবি যেখানে দেখা যাবে কিভাবে সমগ্র পৃথিবীতে প্রভাব পরেছে এই করোনা ভাইর
The Bengali informative Blog on History and Culture, Literature, Economy, Social and Contemporary Issues, Trending News. Stories and Poetry will be the add-on thing in the blog.