ম্যানসন ফ্যামিলি হত্যাকান্ড/ Manson FamilyGruesome Massacre সাল ১৯৬৯, গ্রীষ্মকাল , স্থান আমেরিকার লস অ্যাঞ্জেলসের ঝলমলে হলিউড। ১০০৫০ সিয়েলো ড্রাইভের নির্জন বাংলোটা ব্যক্তিগত পার্টির জন্য এমনিতে বেশ ভালোই কিন্তু একইসঙ্গে কিছুটা বিপজ্জনকও । কারণ মূল শহর থেকে তা কিছুটা দূরে। ১৯৬৯ সালের ৯ অগাস্টের রাত, চারিদিক নিস্তব্ধ, গরম বেশ ভালোই পড়েছিল । হলিউড আর বেভারলি হিলসকে ঘিরে রাখা ক্যানিয়নের জলের সঙ্গে বাতাসের শব্দের এক অদ্ভুত খেলা চলছিল। হালকা বাতাসে শব্দের প্রতিধ্বনিও হয় বেশ অন্যরকম। বহু দূরে পাথর গড়িয়ে যাবার শব্দকে পাশের ঘরের শব্দ বলে ভ্রম হয় । মিস্টার সেমুর তার স্ত্রীকে নিয়ে থাকতেন রাস্তারই পাশের এক বাড়িতে। মাঝরাতের পরে পরেই শুনলেন বন্দুক থেকে গুলির ছোটার মতো শব্দ। বহুদূরের পাহাড়ের গা বেয়ে গড়িয়ে পড়া পাথরের শব্দ ভেবে উড়িয়ে দিলেন তা, তলিয়ে গেলেন ঘুমের অতলে । পাশের বাড়িতে কী ভয়ানক কাণ্ড চলছে, তা যদ...
The Bengali informative Blog on History and Culture, Literature, Economy, Social and Contemporary Issues, Trending News. Stories and Poetry will be the add-on thing in the blog.