এমিলি ডিকিনসন। মার্কিন এই কবির লেখা চিঠিতে পাই মৃত্যু নিয়ে অনেক কথা । আমেরিকান কবি মেগান ও’রউর্ক তার মাকে হারানোর স্মৃতিতে লিখেছেন , “আমরা যাদের ভালোবাসি তারা যেন আমাদের শরীরের অংশ হয়ে রয়ে যায়, আমাদের সিনাপসেস এর মতো করেই জুড়ে রাখে , যে পথে, যে স্মরণীতে স্মৃতি তৈরি হতে থাকে। ” মায়ের মৃত্যুর পর এমনিই কিছু অনুভবের কথা জানিয়েছেন আরও একজন কবি প্রায় এক শতাব্দী আগে। বয়ান পাই তার মায়ের পৃথিবী ছেড়ে চলে যাওয়া প্রসঙ্গে। বিরল এক দার্শনিক চেতনার প্রতিফলন থেকে যায় সেই মরমিয়া গদ্যে। এমিলি ডিকিনসন; Image Courtesy : wikipedia.org এমিলি ডিকিনসনের (ডিসেম্বর ১০, ১৮৩০ খ্রিস্টাব্দ - মে ১৫, ১৮৮৬ খ্রিস্টাব্দ ) মা যখন মারা যান , তখন তার বয়স বাহান্ন। তার আট বছর আগে একটা স্ট্রোকে দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন এমিলির মা । পক্ষাঘাতগ্রস্থ। প্রায় পুরোপুরি অক্ষম হয়ে গিয়েছিলেন তিনি । আজীবন শারীরিক অসুস্থতা তাকে করে তুলেছিল তিতিবিরক্ত । ভুগতে থাকা শরীর -তার সঙ্গে-মনকেও বিপর্যস্ত করেছিল। নিজের জীবন ঘিরে চরম অনাগ্রহ, হতাশা আর বিসদৃশ রকমের বিরক্তি। কিন্তু এসব সত্ত্বেও তাঁর কন্যার প্
The Bengali informative Blog on History and Culture, Literature, Economy, Social and Contemporary Issues, Trending News. Stories and Poetry will be the add-on thing in the blog.