সাহিত্যিক এমিলি ডিকিনসনের চিঠিপত্র : একান্ত ভালোবাসা - সুসান গিলবার্ট/ Emily Dickinson’s Love Letters to Susan Gilbert
এমিলির প্রেম, তাঁর কবিতার মতোই পবিত্র সুন্দর। তাঁর একমাত্র প্রেম, তার কবিতার মতোই বহমান। " আমাদের হৃদয়ের মধ্যে যে গির্জা আছে, আজ সকালে আমার সঙ্গে সেখানে এস, যেখানে ঘণ্টা সবসময় বাজতে থাকে, এবং সেখানে একজনই প্রচারক থাকেন - যার নাম প্রেম - তিনি আমাদের জন্য সুপারিশ করবেন!" এমিলি তার ভালোবাসাকে খুঁজে পেয়েছেন , তাই তো তার জন্য তৈরী হয়েছে হাজার হাজার কবিতা। এমিলি ডিকিনসন ( ডিসেম্বর ১০, ১৮৩০ - মে ১৫ ১৮৮৬ ) দেখা পেয়েছেন তার পরম আকাঙ্খিত প্রাণের মানুষের। কুড়ি বছরে পা দিতে আর মাত্র চার মাস বাকি। এই কি তবে জন্মদিনের শ্রেষ্ঠ উপহার ? জীবনের থেকে শ্রেষ্ঠ উপহার ? তার কুড়ি বছরের জন্মদিনের চার মাস আগে, এমিলি সেই ব্যক্তির সাক্ষাৎ পাবেন, যিনি হয়ে উঠবেন তাঁর প্রথম প্রেম, তাঁর মতে তাঁর জীবনের সর্বকালের সেরা নারী - সুসান গিলবার্ট- এক অনাথ প্রশিক্ষণপ্রাপ্ত গণিতবিদ, পুরো নয় দিনের ছোট, কবির পুরো জীবন জুড়ে -পুরো হৃদয় জুড়ে আবাস; সুসান তাঁর জীবনীশক্তির আভাস, তাঁর পরামর্শদাতা, তাঁর লেখার প্রাথমিক পাঠক এবং সম্পাদক, তাঁর জীবনকালের প্রবল সংযুক্তি, তাঁর মতে -বিশ্বের একমাত্র নারী।