হারিয়ে গেছেন আগাথা ক্রিস্টি। হ্যাঁ, সত্যি; সত্যি তিনি হঠাৎ উধাও হয়ে গেছিলেন, কিন্তু কেন? শীতের রাত, চারিদিকে শুনশান, অন্ধকারটা যেন আরো ঘন হয়ে আসছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডা। ঘড়িতে রাত সাড়ে ৯টা বেজেছে। দিনটা ৩ ডিসেম্বর, শুক্রবার, সাল ১৯২৬। স্থান বার্কশায়ার। একজন মানুষ ঘরে তখন একা, উঠে দাঁড়ালেন তিনি তার আর্মচেয়ার ছেড়ে। বাড়ির সিঁড়ি বেয়ে চলে এলেন মেয়ের ঘরে । সাত বছরের মেয়ে রোজালিন্ড তখন অঘোরে ঘুমোচ্ছে। মেয়ের মুখের দিকে কিছুক্ষন তাকিয়ে কপালে ছোট্ট করে চুমু খেয়ে নিজের মনে বিড়বিড় করে উচ্চরণ করলেন- শুভরাত্রি, দ্রুতপায়ে নিচে নেমে এলেন। তারপর বাড়ির বাইরে বেরিয়ে চড়ে বসলেন নিজের প্রিয় গাড়ি মরিস কাউলিতে; তার গাড়ি যেন ধীরে ধীরে কুয়াশার অন্ধকারে মিলিয়ে গেল। এতক্ষন যে ঘটনার বিবরণী দেওয়া হল, সেটি একটা রোমহর্ষক ঘটনার সূত্রপাত মাত্র।আর এই ঘটনা যার সঙ্গে ঘটেছিল তিনি আর কেউ নন বিখ্যাত রহস্য-রোমাঞ্চ ঔপন্যাসিক আগাথা ক্রিস্টি। এর পরবর্তী ১১ দিন যেন একদম হারিয়ে গেলেন তিনি। আগাথা ক্রিস্টি; Image Courtesy : pintertest. com আগাথা ক
The Bengali informative Blog on History and Culture, Literature, Economy, Social and Contemporary Issues, Trending News. Stories and Poetry will be the add-on thing in the blog.