মার্কিন যুক্তরাষ্ট্রে আলোড়ন সৃষ্টি কারী এক ভারতীয় লেখক / When an Indian writer’s visit in the US শরৎ কুমার ঘোষ, বিশ শতকের প্রথম দিকের সাহিত্যিক। ‘first Hindu writer in English’- 'ইংরেজি সাহিত্যে প্রথম হিন্দু লেখক' হিসেবে খ্যাত হন যিনি। তবে এটাই কি ছিল বাস্তবতা, নাকি তার জীবনে আরও অনেক কিছুর গল্পকথার মতো, তাঁর সাহিত্যের ঘিরেও ছিল কল্পকাহিনী? তাঁর আজানুলোম্বিত পোশাক, সুউচ্চ এবং বিস্তৃত পাগড়ি, সূক্ষ্ম সূচিশিল্প সমন্বিত অভিজাত শাল এবং মুক্তার হারের ছড়া সহ, শরৎ ঘোষ , এক নাটকীয় কাহিনির নাটকীয় সূত্রধর রূপে ১৯১২ সালের ২৩শে ফেব্রুয়ারি সাইবেরিয়া নামে জাহাজ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো তে অবতরণ করেন । একটি নাটকীয় চিত্র মনে দাগ কাটতে শুরু করে তখন থেকেই । শরত কুমার ঘোষ : Image Courtesy: Wikimedia Commons রাজা রাজড়ার মতো এত জমকালো আভরণ সত্ত্বেও তখনকার খবরের কাগজগুলো তাকে নিয়ে যথেষ্ট প্রশংসা করতে কুণ্ঠিত ছিল। কারণ তিনি যে ঔপনিবেশিক ভারতের সন্তান! কিন্তু ইংরেজ উচ্চবিত্ত সমাজে এরকম গ্র্যান্ড এন্ট্রি নেবার পরে বলাই বাহুল্য প্রশংসা আদায় করে
The Bengali informative Blog on History and Culture, Literature, Economy, Social and Contemporary Issues, Trending News. Stories and Poetry will be the add-on thing in the blog.