১. তুমি কি আমাকে ভালোবাসার বিনিময়ে কিছু চাও অনুরাধা , আমার কাছাকাছি থাকার বিনিময়ে কিছু কি চাও ? কিছু দিতে তো পারবো না , সহস্রাব্দ পিচ্ছিল জ্যোতির্বলয় , তার গভিরে তার জলের আলগা আগল তুলে দেবো। ২. হাওয়া আর বাতাসের কাছাকাছি গিয়ে কান পেতে শোনো , ওরা বলবে আমি ভালো আছি, আলোর মধ্যে নয় সুরমা , জলের গর্ভ আমাদের নিয়তির কথকতা জানান দিয়েছিল। ৩. তোমার লেখা শেষ চিঠিটা পুরিয়ে ফেলেছি, ও'টিতে ভালবাসার কোনো আলো ছিলো না। ৪. সহস্রাব্দ পৃথিবী আর পাটিগণিতিয় গুণিতকে লেখা বহমান রাহুকাল আমার। ৫. হারানো খাতায়, হারানো কলমের নিবে লুকিয়ে থাকা শুকনো ঝর্ণা। ৬. তোমার মনের কুয়াশায় আমার না বলা কথারা পথ হারায়। ৭. চাঁদের কুয়াশা বিনিময়ের মতো আবেশ লাগানো ভালোবাসা তোমার,সুরনজনা। ৮.হাজার বিনিময়ের সুতো ; এ শহর থেকে পালানোর ছুতো। ৯. কথার পিঠে কথারা বসে গেছে; কতকাল পরে বসন্ত এসে গেছে। ১০. আজো ফুল হয়ে ফুুটে আছে তোমার আমার ভালবাসা।
The Bengali informative Blog on History and Culture, Literature, Economy, Social and Contemporary Issues, Trending News. Stories and Poetry will be the add-on thing in the blog.