অত্যাশ্চর্য কবিতা : সম্পর্ক, বর্তমানের ছবি, সলিটিউড, প্রেমের মধ্যে নির্জনতা - meditation in sunlight - presence, solitude, and love.
“…and joy instead of will.”
বিশ্বযুদ্ধ শেষ হয়েছে, কত মানুষের জীবনে গভীর রেখাপাত করেছে এই যুদ্ধের আবহ। দীর্ঘকালের ব্যক্তিগত অশান্তির মধ্য দিয়ে জীবনযাপন, আর যুদ্ধ, তার প্রাণহীন শক্তি... সৃজনশীল জীবনীশক্তিকে শান্ত করেছে, বিশ্রস্ত করেছে। syphoned - তা কি মৃত্যু, এমন এক মৃত্যু যা আগে অনুভব করায়... বিশাল নীল আকাশের নীচে যা এক প্রজন্ম থেকে আর এক প্রজন্ম কে চালিত করে? মুগ্ধ করে, আবার জীবন জাগতে শুরু করে।
Image Courtesy: pixabay.com |
কেমন যেন মনে হয়, সাদা-ধোয়া ঘরটিতে পাহাড়ের দৃশ্য, সূর্যের আলো এসে পড়েছে সাদা রঙের পর্দায়, পর্দা ভেদ করে আলো আসছে মেঝেতে, একটা আলো - রেখা তৈরী হচ্ছে।পাহাড়ের উপর সূর্য উঠার সাথে সাথে, প্রতিদিন সকালে ঘুম ভেঙে যাবে, কবিতার সাথে জেগে উঠে নিজেকেও আবিস্কার করব নতুন করে- নতুন কবিতা লিখব আবার। প্রেম হবে - “simply on fire” , পরিণতি পাবে না, প্রেম আজীবন বন্ধু হয়ে রবে, সবচেয়ে কাছের বন্ধু - একজন শিক্ষকের দেখা পাব - ইংরেজী সাহিত্যের শিক্ষক - “a very nice english teacher”.
হতাশার নিরাময়ের কীভাবে হবে ? ডুবে যেতে শুরু করেছি যে ! জীবনের সাথে পরিপূরক কোন বিষয় হয়! পৃথিবীতে, এই খোলামেলা নির্জনতায় জীবনের কি বা মূল্য ! জীবনযাপন করা যায়, জীবন চলে যায় তার নিজস্ব ছন্দে, এবং তার নির্জনতার অত্যাশ্চর্য আড্ডা, তারপর হতাশার সাথে এবং পরে জীবন সম্পর্কে কেন একটা হতাশা জেগে উঠতে থাকে ! openheartedly সব কিছুকে কি গ্রহণ করা যায় সবকিছুকে ! complement করতে হচ্ছে, শুধু complement. Soulful despair ... timeless consolation for loss...immense and intimate কবিতা লিখতে ইচ্ছে করে মাঝে মাঝে ! “when i am among the trees.”
কবিতা প্রাণময় আর বাঙ্ময় হয়ে উঠতে থাকে, পাঠ করতে ইচ্ছে করে খোলা আকাশের নিচে, নিরবচ্ছিন্ন সান্ত্বনার এক মানসিক ক্ষতি হয়, ক্ষতির জন্যই কি অপেক্ষায় থাকা ! দৃষ্টিকোণ এবং সম্ভাবনার বিশাল এক অন্তরঙ্গ কবিতা তৈরী হচ্ছে, আর যখন আমি গাছের মধ্যে ডুবে যাচ্ছি।
সৃজনশীল সময়, নবজাগরণের সময় রচিত হয়েছিল অগণিত কবিতা। creative renaissance, কবিতার নক্ষত্রের মধ্যে উপস্থিতি, নির্জনতা এবং প্রেমের মধ্যে সম্পর্কের উপর বিশেষ বিভ্রান্তিকর প্রতিফলন ঘটে । দশকে দশকে তার প্রথম সুন্দর সমুদ্র কণ্ঠে কবিতা ফুটে ওঠে; co-invocator হয়ে উঠছি আমি; lonely oceanic voice ছড়িয়ে পড়ছে...
meditation in sunlight
by may sarton
in space in time i sit
thousands of feet above
the sea and meditate
on solitude on love
near all is brown and poor
houses are made of earth
sun opens every door
the city is a hearth
far all is blue and strange
the sky looks down on snow
and meets the mountain-range
where time is light not shadow
time in the heart held still
space as the household god
and joy instead of will
knows love as solitude
knows solitude as love
knows time as light not shadow
thousands of feet above
the sea where i am now
মেডিটেশন ইন সানলাইট
(সূর্যের আলোতে ধ্যান)
মে সার্টন
যে সময়ের মধ্যে মহাকাশে আমি অপেক্ষায় থাকি
হাজার হাজার ফুট উপরে
সমুদ্র এবং ধ্যান দুটোরই অস্তিত্ব থাকে
প্রেমের চেয়ে বেশি একাকীত্বের চেয়ে বেশি।
প্রায় সবকিছুই বাদামী এবং হতশ্রী
ঘরবাড়ি সব মাটি দিয়ে তৈরি
সূর্য প্রতিটি দরজা খুলে দেয়
শহর যেন একটি উনান
অনেক দূরে সব নীল এবং অদ্ভুত
আকাশ তুষারের দিকে এগিয়ে আসে
এবং পর্বতমালার সাথে মিলিত হয়
যেখানে সময় আলো নয় ছায়া
হৃদয়ে সময় স্থির
মহাশূন্যকে ঘরের দেবতাকে হিসাবে স্থান দিয়েছি
এবং ইচ্ছার পরিবর্তে আনন্দ
ভালবাসাকে নির্জনতা বলে জানি
নির্জনতাকে ভালোবাসা বলে জানতে পারি
সময়কে জানতে পারি আলো নয় ছায়া হিসেবে
হাজার হাজার ফুট উপরে
আমি এখন সেখানে যেখানে সমুদ্র
ধ্বংসাবশেষ থেকে কীভাবে উঠে এসেছেন একজন শিল্পী? শিল্পীর শক্তি এবং মানব জীবনে শিল্পের অমোঘ প্রভাব
যখন শতাব্দীর ধূলিকণা স্থির হয়ে যায়, তখন প্রতিটি সভ্যতার যা অবশিষ্ট থাকে তা তার মতবাদ এবং তার মতাদর্শ নয়, এমনকি যুদ্ধে যাওয়ার কারণও নয়, তবে শিল্পকলা - আমাদের অর্থ অনুসন্ধানের সেই প্রতীকগুলি, বাস্তবের চেয়ে বাস্তবে পৌঁছানো, মতবাদের চেয়ে গভীর; বিশ্ব কী এবং কী হতে পারে তা নিয়ে আমাদের গণনার সেই রেকর্ডগুলি; আমরাই কি যারা সর্বোচ্চ উদ্ঘাটন?
(চলবে)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন