নিউ ইয়র্কের এই ফ্যাশন ইভেন্ট মেট গালা - যা নিয়ে আলোচনা তুঙ্গে...
ফ্যাশন দুনিয়াতে ঝড় উঠেছিল ৬ই মে, ২০১৯ এ , কোন সেলিব্রেটি কি পরছেন আর সেটি কিভাবেই বা ক্যারি করছেন, কার পোশাক হয়ে উঠছে যথার্থ ''ফ্যাশান স্টেটমেন্ট'', আর কেই বা পরছেন ''আউট অফ ফ্যাশান'' জামাকাপড়। আজ কি তাহলে ফ্যাশন শো এর গল্প নিয়ে বসলাম? আজকের গল্পের নাম ''মেট গালা'' ( Met Gala) ইভেন্ট। মেট গালা, যেটি আসলে কস্টিউম ইনস্টিটিউট গালা (Costume Institute Gala) আর যেটা ''মেট বল'' (Met Ball) নামেও পরিচিত।
![]() |
মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট , কস্টিউম ইনস্টিটিউট,নিউ ইয়র্ক |
এই ইভেন্ট-এ কস্টিউম ইনস্টিটিউটের বার্ষিক '' ফ্যাশন শো'' (Fashion Show) হয়ে থাকে। আর এটিই হলো সবথেকে বেশি আকর্ষণীয়; প্রতি বছর কোন সেলেব্রিটি কি পরছে, কোন সেলেব্রিটি স্টাইল স্টেটমেন্টে হয়ে উঠল অনন্য সেটার দিকেই তাকিয়ে অপেক্ষা করে গোটা দুনিয়া। প্রতি বছরই এই শো এর একটা থিম নির্বাচন করা হয়। আর অতিথিদের সেই থিম অনুযায়ী পোশাক নির্বাচন করতে হয়।
ছোট্ট করে ইতিহাস :
এই ''মেট গালা'' ( Met Gala) শুরু হয় ১৯৪৮ সালে আর এটার সূত্রপাত করেন ফ্যাশন পাবলিসিস্ট ইলিয়ানোর ল্যাম্বার্ট ( Eleanor Lambert ) ; শুরু থেকেই এই ইভেন্ট ছিল ''ফান্ডরাইসিং ইভেন্ট'' (Fund Raising Event)। কস্টিউম ইনস্টিটিউট (Costume Institute) এর আর্থিক তহবিল তৈরি করার জন্যই এই ইভেন্ট এর সূত্রপাত। প্রথম ''মেট গালা'' ( Met Gala) এ ছিল মিডনাইট ডিনার আর টিকিটের দাম ছিল ৫০ মার্কিন ডলার। এই ইভেন্টের মূল আয়োজক সংস্থা ছিল ''ভোগ'' (Vogue) - সংস্থাটি এখনও এই ইভেন্টের আয়োজক। প্রথমদিকে কিছু বছর পর্যন্ত,এই ইভেন্টটি নিউ ইয়র্কের অন্যান্য চ্যারিটি ইভেন্টের মতোই সাধারণ একটা ইভেন্ট ছিল। সেখানে উপস্থিত থাকত নিউ ইয়র্কের হাই সোসাইটির মেম্বাররা আর ফ্যাশন ইন্ডাস্ট্রির লোকজন। ১৯৪৮ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত, এই ইভেন্ট বিভিন্ন জায়গায় হয়েছে, যেমন- ওয়ালড্রফ- এস্টোরিয়া (Waldorf-Astoria), সেন্ট্রাল পার্ক ( Central Park), রেনবো রুম (Rainbow Room)।
এই ইভেন্টে একটা অন্য মাত্রা যোগ হয় ডায়ানা ভৃল্যান্ড ( Diana Vreeland) এর সময় থেকে, কস্টিউম ইনস্টিটিউট (Costume Institute) এর কনসালটেন্ট হয়ে আসেন এই ডায়ানা ভৃল্যান্ড ( Diana Vreeland)। বলতে গেলে ১৯৭২ সাল থেকেই ''মেট গালা'' ( Met Gala) হয়ে উঠতে শুরু করে এক নক্ষত্রখচিত ইভেন্ট। তারকা সমৃদ্ধ এই ইভেন্টে প্রচলন ঘটে থিম এর।
''ভোগ'' (Vogue) এর প্রধান সম্পাদক ডায়ানা ভৃল্যান্ড ( Diana Vreeland) মারা যান ১৯৮৯ এ, আর তারপর থেকেই ''মেট গালা'' ( Met Gala) হয়ে ওঠে আরও বেশি করে বিলাস-বৈভব আর জাঁকজমকপূর্ন। যাকে বলে ''ব্লকবাস্টার'' ইভেন্ট ( Blockbuster)। নিউ ইয়র্কের হাই সোসাইটির বহু চর্চিত এই ইভেন্ট।
''মেট গালা'' ( Met Gala) শুধুমাত্র নিউ ইয়র্কে আর সীমাবদ্ধ নেই, পুরো দুনিয়াতে এক বহুচর্চিত ইভেন্ট হয়ে গেছে এখন।এছাড়াও, এই ইভেন্ট এখন নিউ ইয়র্কের অন্যতম বড় ''ফান্ডরাইসিং ইভেন্ট'' ( Fundraising Event)।
২০১৩ সালে, ৯ মিলিয়ন মার্কিন ডলার, ২০১৪ সালে সেটা বেড়ে দাঁড়ায় ১২ মিলিয়ন মার্কিন ডলার। তবে এই বছরে অর্থাৎ ২০১৯ সালে, মোট আর্থিক অনুদানের পরিমান ২০০ মিলিয়ন মার্কিন ডলার। আর এই ইভেন্ট সফল করার পেছনে যার অবদান আছে তিনি হলেন আনা উইনট্যুর ( Anna Wintour)- ইনস্টিটিউটের চেয়ারম্যান।
আগেই বলেছি এটা একটা ''ফান্ডরাইসিং ইভেন্ট'' ( Fundraising Event), ইনস্টিটিউটের বার্ষিক ফ্যাশন এক্সিবিশন অনুষ্ঠিত হয় একই সঙ্গে আর এতে অংশ নেয় সাহিত্য-সংস্কৃতি-, সিনেমা ও সংগীত জগতের লোকজন, ফ্যাশন ইন্ডাস্ট্রির লোকজন; আর এই পরম্পরা চলে আসছে ১৯৪৮ থেকেই। আর এই এক্সিবিশন চলে অনেক সময় ধরে, বলতে গেলে কয়েকমাস ধরেই। ২০১৪ সালের এক্সিবিশন চলেছিল মে মাসের ৮ তারিখ থেকে আগস্ট মাসের ১০ তারিখ পর্যন্ত। আর এই এক্সহিবিশনে তাবৎ ফ্যাশন ইন্ডাস্ট্রি যেন তৈরি থাকে লাল কার্পেটে স্বাগত জানাতে।
এত ক্ষনে নিশ্চয় বুঝে গিয়েছেন কেন এই ফ্যাশন শো এক বহুচর্চিত বিষয় গোটা দুনিয়ার কাছে, আর হবে নাই বা কেন,তারকাখচিত এই ইভেন্ট; হলিউড - বলিউড- খেলা- সাহিত্য- জগতের তারকা-মহাতারকাদের মেলা বসে যায় এখানে,কোন তারকা কোন পোশাক পড়লেন সেটা জানতে সবাই হুমড়ি খেয়ে পড়েন। ফটোগ্রাফারদের ফ্লাশের ঝলকানি, গোটা ইভেন্ট আর তারকাদের পোশাকের আলোচনা-সমালোচনায় মুখরিত থাকে গোটা দুনিয়া। কোন তারকা কাকে অনুকরণ করলেন আর কোন তারকা কাকে টেক্কা দিলেন ফ্যাশন সেন্সএ তার জন্য সকলেরই আগ্রহ থাকে তুঙ্গে।
আনা উইনট্যুর ( Anna Wintour)- ইনস্টিটিউটের চেয়ারম্যান ও ''ভোগ'' (Vogue) ম্যাগাজিনের প্রধান সম্পাদক এই পুরো ইভেন্ট মূল হোতা; কমিটি গঠন থেকে শুরু করে আমন্ত্রিত অতিথিদের তালিকা প্রস্তুত এ সবই হয় তার নজরদারিতে।
২০১৪ সালে এই ইভেন্ট এর টিকিটের দাম ছিল জনপ্রতি ৩০ হাজার মার্কিন ডলার,এটি ছিল আমন্ত্রিত অতিথিদের বাদ দিয়ে যারা আসতে ইচ্ছুকদের জন্য, পরে ইটা ১০ হাজার ডলার বাড়ানো হয়। মোটামুটি ভাবে ৬৫০ থেকে ৭০০ আমন্ত্রিত অতিথি থাকেন এই ইভেন্টে।
এই ইভেন্টে একটা অন্য মাত্রা যোগ হয় ডায়ানা ভৃল্যান্ড ( Diana Vreeland) এর সময় থেকে, কস্টিউম ইনস্টিটিউট (Costume Institute) এর কনসালটেন্ট হয়ে আসেন এই ডায়ানা ভৃল্যান্ড ( Diana Vreeland)। বলতে গেলে ১৯৭২ সাল থেকেই ''মেট গালা'' ( Met Gala) হয়ে উঠতে শুরু করে এক নক্ষত্রখচিত ইভেন্ট। তারকা সমৃদ্ধ এই ইভেন্টে প্রচলন ঘটে থিম এর।
![]() |
মেট গালা ২০১৯: দীপিকা পাড়ুকোন |
![]() |
মেট গালা ২০১৯: লেডি গাগা |
![]() |
মেট গালা ২০১৯: প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস |
''মেট গালা'' ( Met Gala) শুধুমাত্র নিউ ইয়র্কে আর সীমাবদ্ধ নেই, পুরো দুনিয়াতে এক বহুচর্চিত ইভেন্ট হয়ে গেছে এখন।এছাড়াও, এই ইভেন্ট এখন নিউ ইয়র্কের অন্যতম বড় ''ফান্ডরাইসিং ইভেন্ট'' ( Fundraising Event)।
২০১৩ সালে, ৯ মিলিয়ন মার্কিন ডলার, ২০১৪ সালে সেটা বেড়ে দাঁড়ায় ১২ মিলিয়ন মার্কিন ডলার। তবে এই বছরে অর্থাৎ ২০১৯ সালে, মোট আর্থিক অনুদানের পরিমান ২০০ মিলিয়ন মার্কিন ডলার। আর এই ইভেন্ট সফল করার পেছনে যার অবদান আছে তিনি হলেন আনা উইনট্যুর ( Anna Wintour)- ইনস্টিটিউটের চেয়ারম্যান।
আগেই বলেছি এটা একটা ''ফান্ডরাইসিং ইভেন্ট'' ( Fundraising Event), ইনস্টিটিউটের বার্ষিক ফ্যাশন এক্সিবিশন অনুষ্ঠিত হয় একই সঙ্গে আর এতে অংশ নেয় সাহিত্য-সংস্কৃতি-, সিনেমা ও সংগীত জগতের লোকজন, ফ্যাশন ইন্ডাস্ট্রির লোকজন; আর এই পরম্পরা চলে আসছে ১৯৪৮ থেকেই। আর এই এক্সিবিশন চলে অনেক সময় ধরে, বলতে গেলে কয়েকমাস ধরেই। ২০১৪ সালের এক্সিবিশন চলেছিল মে মাসের ৮ তারিখ থেকে আগস্ট মাসের ১০ তারিখ পর্যন্ত। আর এই এক্সহিবিশনে তাবৎ ফ্যাশন ইন্ডাস্ট্রি যেন তৈরি থাকে লাল কার্পেটে স্বাগত জানাতে।
এত ক্ষনে নিশ্চয় বুঝে গিয়েছেন কেন এই ফ্যাশন শো এক বহুচর্চিত বিষয় গোটা দুনিয়ার কাছে, আর হবে নাই বা কেন,তারকাখচিত এই ইভেন্ট; হলিউড - বলিউড- খেলা- সাহিত্য- জগতের তারকা-মহাতারকাদের মেলা বসে যায় এখানে,কোন তারকা কোন পোশাক পড়লেন সেটা জানতে সবাই হুমড়ি খেয়ে পড়েন। ফটোগ্রাফারদের ফ্লাশের ঝলকানি, গোটা ইভেন্ট আর তারকাদের পোশাকের আলোচনা-সমালোচনায় মুখরিত থাকে গোটা দুনিয়া। কোন তারকা কাকে অনুকরণ করলেন আর কোন তারকা কাকে টেক্কা দিলেন ফ্যাশন সেন্সএ তার জন্য সকলেরই আগ্রহ থাকে তুঙ্গে।
আনা উইনট্যুর ( Anna Wintour)- ইনস্টিটিউটের চেয়ারম্যান ও ''ভোগ'' (Vogue) ম্যাগাজিনের প্রধান সম্পাদক এই পুরো ইভেন্ট মূল হোতা; কমিটি গঠন থেকে শুরু করে আমন্ত্রিত অতিথিদের তালিকা প্রস্তুত এ সবই হয় তার নজরদারিতে।
২০১৪ সালে এই ইভেন্ট এর টিকিটের দাম ছিল জনপ্রতি ৩০ হাজার মার্কিন ডলার,এটি ছিল আমন্ত্রিত অতিথিদের বাদ দিয়ে যারা আসতে ইচ্ছুকদের জন্য, পরে ইটা ১০ হাজার ডলার বাড়ানো হয়। মোটামুটি ভাবে ৬৫০ থেকে ৭০০ আমন্ত্রিত অতিথি থাকেন এই ইভেন্টে।
থিম :
প্রত্যেক বছরই এই ইভেন্টের একটা করে থিম থাকে, আর এই থিম থাকে ককটেল আওয়ার ( Cocktail Hour) আর ফর্মাল ডিনার(Formal Dinner) দুটোর ক্ষেত্রেই। ককটেল আওয়ার ( Cocktail Hour) এ অতিথিরা রেড কার্পেটে ( Red Carpet) হেঁটে আসেন, আর তাকে ক্যামেরাবন্দি করার জন্য দাঁড়িয়ে থাকে পৃথিবীর বিখ্যাত সংবাদপত্র আর ফ্যাশন ম্যাগাজিনের সাংবাদিকরা। ২০১৯ এর ফ্যাশন থিম ছিল - Camp: Notes on Fashion- আর যেটা চলবে মে মাসের ৯ তারিখ থেকে সেপ্টেম্বর মাসের ৯ তারিখ পর্যন্ত।
(All Images Courtesy: fashionista.com)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন