পৃথিবীর দীর্ঘতম বাস রুট - কলকাতা থেকে লন্ডন / The World’s Longest Bus Route- From London To Kolkata কলকাতা থেকে লন্ডনে যাবেন? বাসে চেপে ? ঠিক এইরকমই এক পরিকল্পনা করা হয়েছিল একবার... লন্ডন - কলকাতা - কলকাতা - লন্ডন , বাস সার্ভিস তাও আবার লাক্সারি বাস সার্ভিস। চমকে উঠলেন নাকি ? তা চমক লাগানো কথা বটে ! খাস কলকাতা থেকে বাস নিয়ে যাবে কিনা সুদূর লন্ডন ! হ্যাঁ , সত্যি। বাস বটে একখানা। নাম তার এলবার্ট। খাসা ট্যুর প্ল্যান হয়েছিল। কি দুঃখ হচ্ছে ? যেতে পারবেন না তাই ? এত দুঃখ করার কিচ্ছু নেই , সেই বাসে এখনও চড়তে পারেন আপনি। কি বলছেন , তাই আবার হয় নাকি ? খুব হয়। কিন্তু একটু টাইম মেশিনে চড়ে বসতে হবে যে ! Image Courtesy: reddit.com ১৯৬০ সালে কলকাতা থেকে ইংল্যান্ডের রাজধানী লন্ডন...
The Bengali informative Blog on History and Culture, Literature, Economy, Social and Contemporary Issues, Trending News. Stories and Poetry will be the add-on thing in the blog.