আবার সেই জীবনে ফেরা। ২১.০১.২০১৬ মন পবনের ঢাল, ওরে তোর আদরের নিয়তি চাল। নিয়তি আসলে কি বা কোথায় আমাদের নিয়ে যায়, নিয়তির কোনো নির্দিষ্ট চাল অথবা কোনো নির্দিষ্ট ভাগ বা ভালোবাসার সংগ্রহ আছে কি ? নিয়তির নির্দিষ্ট চালে আমরা চলেছি সবাই, সবারই যাবার অবশ্য কোনো নির্দিষ্ট জায়গা নেই , চলতে হয় তাই চলা , কথা বলা, আর ভালো থাকার চেষ্টা করা। নিয়তির নির্দিষ্ট করে দেওয়া রাস্তাটা একটা নিয়তির মতো মনে হয়। নিয়তির অমোঘ টানে আমরা চলেছি, আমাদের সবার জীবনই বয়ে চলেছে। আমি আর আমার ভালোবাসার মানুষও যেন একটা নিয়তির অমোঘ টানে চলেছে আর তার চলার অবশেষটুকু আমাদের জীবনের শেষপর্যন্ত থাকবে। ২২.০১.২০১৬ ঝগড়ার মধ্যে একটা আলাদা আদর আদর মাধুর্য আছে। মিষ্টি মিষ্টি কথা আছে, ছোট্ট ছোট্ট অভিমানগুলো আছে যা মনকে ভরিয়ে দিতে থাকে। ঝগড়া হয়, আবার আদরের মধ্যে দিয়ে সব মিটমাটও হয়ে যায়। চোখের মধ্যে দিয়ে, চোখের ভিতর দিয়ে অনেক কথা বলা হয়ে যায়। মনের ভিতর দিয়ে, বুকের ভিতর দিয়ে একটা প্রিয়তম অনুভূতির মধ্যে দিয়ে আস্তে আস্তে পথ চলা শুরু করতে ইচ্ছে করে। একটা অনুভূতি শুরু হয়, ইচ্ছে হয় , আরও ইচ্ছে হয় এই অনুভূতির। আজ থেকে যেন একটা নতুন
The Bengali informative Blog on History and Culture, Literature, Economy, Social and Contemporary Issues, Trending News. Stories and Poetry will be the add-on thing in the blog.