২০১৯ সালে শুরু করবো এই ব্রহ্মান্ডের ভ্রমণ, আমরা চলতে থাকবো এই মহাজাগতিক সময়ের সঙ্গে সঙ্গে , আর আমাদের যাত্রাপথে ধরা পড়বে অসাধারণ সব মহাজাগতিক বিস্ময়- এই মহাজাগতিক জীবন শেষের পথে আমরা, চোখ ভোরে দেখে নেবো আমরা এই সৃষ্টির আনন্দকে। যাত্রা শুরু করেছিলাম বিগ ব্যাং দিয়ে- আস্তে আস্তে অগ্রসর হচ্ছি শেষের সেই মহামিলনের দিকে প্রত্যক্ষ করবো এই পৃথিবীর ভবিষ্যৎ, প্রকট হবে সূর্যের মৃত্যু, পরিসমাপ্তি ঘটবে সমস্ত নক্ষত্ররাজির পরিসমাপ্তি, দেখবো জম্বি গ্যালাক্সি, ক্ষয়িত হতে থাকবে প্রোটন কণিকা, সাক্ষী থাকবো বিস্ফারিত কৃষ্ণগহ্বরের, ডার্ক এনার্জি তার প্রভাব বিস্তার করতে থাকবে, উঠে আসবে অল্টারনেট ইউনিভার্স এর কাহিনী এবং মিলিয়ে যাবে এই ব্রহ্মান্ড। আধুনিক বিজ্ঞান এই ভাবেই ভবিষ্যতের মহা জাগতিক চিত্র এঁকেছে। না, এখনও ছবিটা সম্পূর্ণ হয়নি। সময়ের সাথে সাথে আরও নতুন নতুন মহাজাগতিক দৃশ্যাবলী আমাদের চোখে ধরা দেবে, বিবর্তন ঘটতেই থাকবে এই মহাজাগতিক সত্যের। আরো অনেক সূত্র আবিষ্কৃত হবে, ব্রহ্মাণ্ডে প্রতিনিধিদের আরো অনেক কর্মকান্ডের পরিচয় আমরা পেতেই থাকবো। অনেক মহাজাগতিক সত্যের উদ্ঘাটন এখনো বাকি, নতুন নতুন অনেক ধাঁধ
The Bengali informative Blog on History and Culture, Literature, Economy, Social and Contemporary Issues, Trending News. Stories and Poetry will be the add-on thing in the blog.