একটা সময় ডাইরি লিখতাম, এখন আর লিখি না। তেমন হয়তো কিছুই না, কিছু হিজিবিজি মনের ভিতরে যা কিছু ঘটে যায় তাই লিখে রেখে দিতাম। অনেকদিন খাতা বন্দি হয়ে পরে ছিল। আজ সেগুলি লিখে দিচ্ছি নিজের ব্লগ-খাতায়। নিজের কাছে নিজের কিছু বলার থাকে, আর সেটা আমি বলতাম ডায়েরিতে। একটা সময় লিখে রাখতাম নিয়মিত , এখন আর লিখি না। তেমন হয়তো কিছুই না, কিছু হিজিবিজি যা মনের ভিতরে যা কিছু ঘটে যায় তাই লিখে রেখে দিতাম। খাতা বন্দি হয়ে পরে ছিল। কি মনে হল, ভাবলাম ভাবনার কথাগুলি একটু বলেই ফেলি, হয়তো অদ্ভুত লাগবে, তবুও , কি মনে হল। আমার ডায়েরির টুকরো টাকরা কোলাজ লেখা গুলো তুলে দিলাম ব্লগ-খাতায়। সবই ছড়ানো ভাবনা যা একত্রিত করে লিখে দিলাম। ডায়েরির পাতা অনেকদিনই বন্ধ , তখনকার চিন্তা-টুকরো গুলো ছড়িয়ে দিলাম। ধারাবাহিক ভাবে লিখবো এটা। ০১.০২.২০১৩ জগতে বহমান কাল পথিকের মতো চলতে থাকে। দাঁড়াবার ফুরসৎ টুকুও যেন গোপন কুঠুরিতে তুলে রেখে এসেছে। দিনবদলের পর রাত বদল ঘটতে থাকে। প্রতিদিনকার খোঁচা খাওয়া জীবনটা কে নিয়ে কি মাঝে বুঝে উঠতে পারি না। মাঝ- দরিয়ার নৌকো নিয়ে চললে যেমন জীবন কে জলছবি বলে মনে হয়, তেমনই দিনাতিপাতের শব্দগুচ্
The Bengali informative Blog on History and Culture, Literature, Economy, Social and Contemporary Issues, Trending News. Stories and Poetry will be the add-on thing in the blog.